স্বতন্ত্র কাউন্সিলের দাবিতে গত ১৪ দিন ধরে চলছে সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন। এতে পূর্ণ সংহতি জানিয়েছে সকল ইউনানি-আয়ুর্বেদিক চিকিৎসক ও তাদের পেশাজীবি সংগঠনও।
শিক্ষার্থীদের ক্লাস ও অ্যাকাডেমিক কার্যক্রম বর্জন করায় ১৪ দিন ধরে অচল মিরপুর-১৩ নম্বরে অবস্থিত ক্যাম্পাস। এর মধ্যে ৩৬তম ব্যাচে নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চলার ঘোষণা দেয়া হয় সরকারিভাবে। কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীদের বাধায় গতকাল রোববার (১৩ জুলাই) পর্যন্ত ভর্তি হতে পারেনি কোনো শিক্ষার্থী।
উল্লেখ্য, প্রতিবছর ভর্তি পরীক্ষার মাধ্যমে ইউনানি বিভাগে ২৫ ও আয়ুর্বেদিক বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পান ২৫ জন শিক্ষার্থী। অচলাবস্থার কারণে শূন্য আসন রেখেই শেষ হতে চলেছে ভর্তির প্রক্রিয়া। কেননা, আজ সোমবার ইউনানি-আয়ুর্বেদিক কলেজে ভর্তি শেষ তারিখ। আন্দোলনের কারণে হয়তো আজও কেউ ভর্তি হতে পারবে না।
আন্দোলনরত মেডিক্যাল শিক্ষার্থীরা বলছেন, স্বতন্ত্র কাউন্সিল গঠন না হওয়া পর্যন্ত আর কোনো শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট হতে দেবেন না তারা। তাই বর্তমান শিক্ষার্থী ও চিকিৎসকদের ভবিষ্যৎ সুরক্ষায় স্বতন্ত্র কাউন্সিল গঠনে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন আন্দোলনরতরা। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণাও দেন তারা।
ভর্তি কার্যক্রমের নতুন সময়সূচি ঘোষণা হলেও ক্যাম্পাসে অবস্থান করে তা প্রতিহত করার কর্মসূচি অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনরত মেডিক্যাল কলেজটির শিক্ষার্থীরা।
মন্তব্য করুন