প্রধান উপদেষ্টার সঙ্গে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ - প্রজন্ম ২৪ বিডি
Tarek Aziz
১৫ জুলাই ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রধান উপদেষ্টার সঙ্গে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন দক্ষিণ এশিয়ার জন্য নবনিযুক্ত বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট।

১৪ জুলাই (সোমবার) প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠান হয়। মঙ্গলবার (১৫ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাতে জোহানেস জুট বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেন এবং অর্থনৈতিক ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার এজেন্ডার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রশংসা করেছেন। বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের নতুন বিভাগীয় পরিচালক জিন পেসমে জুট আলোচনার সময় বাংলাদেশের প্রতি তার গভীর ভালোবাসা প্রকাশ করেন। এ সময় তিনি ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত বিশ্বব্যাংকের বাংলাদেশ, ভুটান এবং নেপালের জন্য কান্ট্রি ডিরেক্টর হিসেবে তার পূর্ববর্তী মেয়াদের কথাও স্মরণ করেন।

অন্তর্বর্তী সরকারের প্রশংসা করে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট বলেন, ভালো কাজ করার জন্য আপনাকে এবং আপনার দুর্দান্ত দলকে ধন্যবাদ। অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টা, বিশেষ করে আর্থিক ক্ষেত্রে কিছু অত্যন্ত চ্যালেঞ্জিং বিষয় মোকাবিলার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও বলেন, আমরা আমাদের যাত্রা অব্যাহত রাখতে এবং বাংলাদেশের জনগণের উচ্চাকাঙ্ক্ষা ভাগ করে নিতে প্রস্তুত।

তিনি গত বছরের জুলাইয়ের বিদ্রোহে প্রাণ হারানো শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এটিকে ‘বাংলাদেশের সঙ্গে যুক্ত সকলের জন্য একটি অত্যন্ত মর্মস্পর্শী মুহূর্ত’ বলে অভিহিত করেন।

প্রধান উপদেষ্টা তার সমর্থন এবং কৃতজ্ঞতার জন্য বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে ড. ইউনূস বলেন, আমরা যখন দায়িত্ব গ্রহণ করি, তখন এটি ছিল একটি বিপর্যয়কর অঞ্চলের মতো, ভূমিকম্পের পরের জায়গার মতো। আমাদের কোনও অভিজ্ঞতা ছিল না। তবুও সমস্ত উন্নয়ন অংশীদার আমাদের সমর্থন করেছিল এবং এটি আমাদের অনেক সাহায্য করেছিল; এটি আমাদের আত্মবিশ্বাসী করে তুলেছিল।

অধ্যাপক ইউনূস জুলাই বিদ্রোহে তরুণদের ভূমিকা তুলে ধরে বলেন, তারা এই জাতিকে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছিল।

তিনি বলেন, গত জুলাই মাসে আমাদের তরুণরা যা করেছিল তা ঐতিহাসিক ছিল; বিশেষ করে আমাদের মেয়ে এবং নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আমরা আজ জুলাই মাসের নারী দিবস পালন করছি। তাদের ত্যাগ বৃথা যাবে না। তরুণরা আমাদের দেশের কেন্দ্রবিন্দু। আমাদের তরুণদের ওপর মনোনিবেশ করা এবং তাদের উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে মিলিত হওয়া দরকার।

অধ্যাপক ইউনূস বাংলাদেশকে কেবল একটি ‘ভৌগোলিক সীমানা’ হিসেবে না দেখার আহ্বান জানিয়ে জোর দিয়ে বলেন, বাংলাদেশি অর্থনীতি এর চেয়ে অনেক বড়। যদি বাংলাদেশ সমৃদ্ধ হয়, তাহলে সমগ্র দক্ষিণ এশীয় অঞ্চল সমৃদ্ধ হবে। যদি আমরা নিজেদের আলাদা করি, তাহলে আমরা অগ্রগতি করছি না। আমাদের আন্তর্জাতিক বাণিজ্য সুবিধা এবং পরিবহন বিকাশ করতে হবে। আমাদের একটি সমুদ্র আছে। এটি আমাদের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ।

তিনি বলেন, বেশিরভাগ দেশে তরুণদের অভাব রয়েছে, তাই আমরা তাদের কারখানাগুলো এখানে আনতে বলেছি। শিল্পগুলোকে উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য আমরা প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করব।

বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নারীর ক্ষমতায়নে অধ্যাপক ইউনূসের কাজের প্রশংসা করেছেন। তিনি বলেন, আমরা আপনাকে সমর্থন অব্যাহত রাখব। বিশ্বব্যাংকের সহায়তায়, বাংলাদেশে একটি অগ্রণী মেয়েশিশু শিক্ষা উপবৃত্তি কর্মসূচি রয়েছে যা অন্যান্য দেশেও অনুকরণ করা হয়েছে। বিশ্বব্যাংক বাংলাদেশকে যুবদের জন্য সুযোগ তৈরিতে সহায়তা করবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা করছে ছাত্রদল : শিবির সেক্রেটারির

ডাকসুতে দায়িত্ব পালনকালে সাংবাদিকের মৃত্যু

ডাকসুর মধ‍্য দিয়ে ইলেকশনের ট্রেনে উঠলো বাংলাদেশ: উপদেষ্টা ফারুকী

নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে : এসএম ফরহাদ

টিএসসি কেন্দ্রে তিন ঘণ্টায় ভোট পড়েছে ৩৫ শতাংশ

সাংবাদিক-পর্যবেক্ষকদের ইউল্যাব স্কুলে ঢুকতে না দেওয়া অভিযোগ

নির্বাচন চলাকালে পোলিং অফিসারকে অব্যাহতি

ডাকসুতে জয়ের ব্যাপারে আমি আশাবাদী: সাদিক কায়েম

দুই ঘণ্টায় ২ কেন্দ্রে এক হাজারের বেশি ভোট পড়েছে

ভোটারকে আগে পূরণকৃত ব্যালট পেপার দিলেন পোলিং অফিসার

১০

পাইলসের পরিবর্তে পিত্তথলির অপারেশন

১১

ফের মহাসড়ক অবরোধ, দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকার যান চলাচল বন্ধ

১২

ভোট সুষ্ঠু হলে ফল যা-ই হোক মেনে নেব: ছাত্রদল সভাপতি

১৩

নিয়ম ভেঙে ভোট কেন্দ্রে ঢুকলেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল

১৪

হামাসের হামলায় ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫

ফ্রান্সের প্রধানমন্ত্রী পদচ্যুত

১৬

শুরু বহুল প্রতীক্ষিত ডাকসুর ভোটগ্রহণ

১৭

জেনে নিন ভিপি-জিএস প্রার্থীরা কে কোন কেন্দ্রে ভোট দেবেন

১৮

আগামীকাল বন্ধ থাকবে শাহবাগসহ যেসব সড়ক

১৯

অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৫৯ কর্মকর্তা

২০