সম্প্রতি বাংলাদেশের রাজনীতিতে বিএনপি ও জামায়াতে ইসলামীর বিরোধীতা প্রকাশ্যে এসেছে, যার প্রভাব দেখা যাচ্ছে এই দুই দলের ছাত্র সংগঠনগুলোর মধ্যেও। সম্প্রতি ছাত্র শিবিরকে ‘গুপ্ত সংগঠন’ বলেও আখ্যা দিয়েছে ছাত্রদল।
আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন সময় একত্রে আন্দোলন করলেও বর্তমানে দল দুটির এমন বিরোধী অবস্থান নিয়ে নানা আলোচনা ও সমালচনা তৈরি হয়েছে।
সম্প্রতি ছাত্র শিবিরকে ‘গুপ্ত সংগঠন’ বলে উল্লেখ করেছে ছাত্রদলের শীর্ষ নেতারা দাবি করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামেও বিভিন্ন ‘প্রোপাগান্ডা’ (অপপ্রচার) চালিয়েছে শিবির।
সংগঠনটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বলছেন, “সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করে ছাত্রশিবির ছাত্রদলের বিপক্ষে ‘মব’ সৃষ্টি করেছে।”
ছাত্র শিবিরের সাথে ছাত্রদল বিভিন্ন সময় রাজনীতির মাঠে কর্মসূচি দিলেও আদর্শগতভাবে কোনো মিল নেই উল্লেখ করে নাছির বলেন, “৫ই অগাস্টের পর পরিকল্পিতভাবে বিভাজনের রাজনীতি শুরু করেছে শিবির।”
অন্যদিকে ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতারা বলছেন, অন্য কোনো রাজনৈতিক এজেন্ডা বা ইস্যু না থাকায় শিবিরের বিরুদ্ধে বিএনপি ও ছাত্রদল রাজনৈতিক অপপ্রচার শুরু করেছে।
ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেন “ওনারা এটাকে অপপ্রচার আকারে ছড়িয়ে দিয়ে চায়। ছাত্র শিবিরের বিরুদ্ধে একটা বয়ান দাড় করানোর জন্য ওনাদের একটা অ্যাসাইমেন্ট আকারে দেয়া হয়েছে,”
এ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন সংগঠন দুটির সাবেক নেতারাও।
যদিও শেখ হাসিনা বিরোধী আন্দোলন ছাড়াও অতীতে বিভিন্ন সময় একসাথে একই ধরনের কর্মসূচি দিয়েছে এই দুটি ছাত্র সংগঠনের মূল দল বিএনপি ও জামায়াতে ইসলামী। ২০০১ সালে তারা জোট সরকারও গঠন করেছিল।
মন্তব্য করুন