গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রাকে ঘিরে সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল পর্যন্ত কোনো মামলা হয়নি। এ ঘটনায় ১৪ জনকে আটক করা হয়েছে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির মো. সাজেদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা মির মো. সাজেদুর রহমান সকাল ১০টার দিকে জানান, গতকালের সংঘাতের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় তাঁর থানায় মোট ১৪ জন আটক হয়েছেন। গতকাল রাত তিনটার দিকে যৌথ বাহিনী তাঁদেরকে থানায় হস্তান্তর করে।
এনসিপির জুলাই পদযাত্রাকে ঘিরে গতকাল সারাদিন দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছে। হামলাকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে ৪ জন নিহত ও অন্তত ৯ জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক আহত হন। এ ঘটনার পর কারফিউ জারি করে সরকার। আজ সন্ধ্যা পর্যন্ত এ কারফিউ বলবৎ থাকবে।
আতঙ্ক-উৎকণ্ঠার রাত পেরিয়ে আজ সকালে গোপালগঞ্জে ছিল থমথমে পরিবেশ। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়ক–বাজারে লোকজনের উপস্থিতি বেড়েছে।
মন্তব্য করুন