গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে ন্যাক্কারজনক হামলার ঘটনায় যখন প্রশাসনের দিকে সবাই আঙুল তুলেছে, তখন প্রশাসনকে ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান।
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তিনি জানান, পুলিশ প্রশাসনকে ঢেলে সাজানোর এখনই সময়। একই সঙ্গে যারা বৈষম্য বিরোধী আন্দোলনে সামনে থেকে অংশগ্রহণ করেছে, তাদের মধ্য থেকে কমপক্ষে ২০ হাজার পুলিশ সদস্য নিয়োগ করার জোর দাবিও জানান তিনি।
এই হামলার নিন্দা জানিয়ে ডা. এসএম খালিদুজ্জামান বলেন- গোপালগঞ্জে যেটা ঘটেছে, তা গণতন্ত্রে বিশ্বাসী কোনো রাষ্ট্রে কল্পনাও করা যায় না।
তিনি মনে করেন, প্রশাসনিক সংস্কার ছাড়া দেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। গোপালগঞ্জের ঘটনাই তার সর্বশেষ প্রমাণ।
মন্তব্য করুন