বাংলাদেশে ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা ও চিকিৎসাসেবাকে সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে ‘বাংলাদেশ ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কাউন্সিল (BUAMC)’ গঠনের দাবিতে ঢাকায় এক মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, রাজধানীর জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আন্দোলনকারীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ফ্যাকাল্টি অধীনে ও স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ইউনানি ও আয়ুর্বেদিক শিক্ষা ও চিকিৎসাসেবা বর্তমানে একটি শক্তিশালী কাঠামোর অভাবে নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছে।
তাদের দাবি, চিকিৎসা শিক্ষা, চিকিৎসকের স্বীকৃতি ও রোগীর অধিকার রক্ষায় একটি পূর্ণাঙ্গ ‘বাংলাদেশ ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কাউন্সিল’ গঠন সময়ের দাবি হয়ে উঠেছে। এটি বাস্তবায়ন হলে এই ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি জাতীয় পর্যায়ে আরও কার্যকরভাবে ভূমিকা রাখতে পারবে বলে মত দেন আন্দোলনকারীরা।
তারা গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমাদের এই ন্যায্য ও সময়োপযোগী দাবিকে দেশবাসীর সামনে তুলে ধরতে সংবাদমাধ্যমের সক্রিয় উপস্থিতি ও সহানুভূতিশীল প্রচার অত্যন্ত জরুরি।
শান্তিপূর্ণ এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজসমূহের শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক ও সংশ্লিষ্ট পেশাজীবীরা।
ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি বাংলাদেশে বহু প্রাচীন ও বৈজ্ঞানিকভাবে স্বীকৃত চিকিৎসা ধারার অংশ। এ পদ্ধতির উন্নয়ন ও আধুনিকীকরণে সরকারি নীতিনির্ধারণ এবং আইনগত কাঠামো প্রণয়নের দাবিতে বিভিন্ন সময় নানা কর্মসূচি পালন করে আসছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন