উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় উত্তেজনা চরমে পৌঁছেছে। দুর্ঘটনায় বহু শিক্ষার্থী হতাহত হওয়ায়
মঙ্গলবার (২২জুলাই) সকাল থেকে শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়ে।
দুর্ঘটনাস্থল পরিদর্শনে আসা সরকারের দুই উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব প্রায় পাঁচ ঘণ্টা ক্যাম্পাসে অবস্থান করেন। পরে কলেজ ভবন থেকে বের হলেও শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে তারা গেট অতিক্রম করতে পারেননি। পুলিশি সহায়তায় গাড়ি বের করার চেষ্টা ব্যর্থ হলে বিকেল ৩টা ৪৮ মিনিটে উপদেষ্টাদের গাড়ি আবার কলেজ ক্যাম্পাসে ফেরত আনা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দিয়াবাড়ী গোলচত্বরে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে “ভুয়া ভুয়া” স্লোগান দিতে থাকে। তারা দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, যতক্ষণ না প্রকৃত দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।
বর্তমানে উপদেষ্টারা কলেজ ক্যাম্পাসেই অবস্থান করছেন এবং বাইরে শিক্ষার্থীরা বিক্ষোভ অব্যাহত রেখেছে।
মন্তব্য করুন