রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার দলটি প্রায় শতাধিক বিপদগ্রস্তদের মাঝে নগদ অর্থসহ খাবার বিতরণ করেছে। এ সময় উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. এস.এম খালিদুজ্জামান।
উল্লেখ্য, গতকাল দুপুরে ওই এলাকায় আগুন লাগার আধা ঘণ্টার মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীবাহিনী এসে উপস্থিত হয়েছেন, সহায়তা করেছন অগ্নি নির্বাপনেও।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মানবতার ফেরিওয়ালা হিসেবে যেখানেই মানবতা বিপর্যয়ের মুখোমুখি হচ্ছে, সেখানেই তাদের উপস্থিতি জানান দিচ্ছে জানিয়ে ডা. এস.এম খালিদুজ্জামান বলেন, দলের কর্মীরা নিজেদের জীবন বাজি রেখে অসহায় মানুষদের প্রতি তাদের সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছে।
তিনি বলেন, ৫ আগস্টের পর থেকে জামায়াত ইসলামী বিভিন্নভাবে মানুষের যাচ্ছে। তার ভাষায়, জামায়াত মানুষের কল্যানের জন্য কাজ করে যাচ্ছে এবং যে কোন অবস্থায় নির্বাচন পরবর্তী সময়েও তা করে যাবে। এমনকি, দুস্তদের জন্য চিকিৎসা সহায়তার কথাও জানান ডা. খালিদুজ্জামান।
তার মতে, রাজনীতিবিদদের মধ্যে মৌলিক পরিবর্তন করার কাজই করে যাচ্ছে জামায়াতে ইসলামী।
এর আগে ২০ আগস্ট দুপুর দুইটা ৩৭ মিনিটে সাততলা বস্তিতে আগুনের সূত্রপাত হয়। প্রায় এক ঘন্টার চেষ্টায় দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও পুড়ে যায় প্রায় অসংখ্য বসতি। প্রাণহানী না হলেও অগ্নিকাণ্ডে সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে শতাধিক মানুষ।
মন্তব্য করুন