ঈদ বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ - প্রজন্ম ২৪ বিডি
Tarek Aziz
৩ জুন ২০২৫, ৭:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঈদ বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

সাভারে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। গতকাল সোমবার সকালে বসুন্ধরা পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখেন। হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় এ বিক্ষোভ চলাকালে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে যাত্রী ও পরিবহন শ্রমিকরা ব্যাপক দুর্ভোগে পড়েন। পরে শ্রমিকদের সরিয়ে দিতে কাঁদানে গ্যাস নিক্ষেপ ও জলকামান ব্যবহার করে পুলিশ। এর আগে রোববার হেমায়েতপুর-সিংগাইর মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা।

অবরোধকারীরা জানান, হেমায়েতপুর ঋষিপাড়া এলাকার বসুন্ধরা গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিকরা এপ্রিল ও মে মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস পাননি। এ জন্য প্রথমে তারা গত রোববার কারখানার সামনে বিক্ষোভ করেন। পরে সোমবারের মধ্যে বকেয়া পরিশোধের সময়সীমা নির্ধারণ হলেও আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে তারা সরে যান। সোমবারও কর্মস্থলে গিয়ে তারা কোনো সুখবর পাননি। পরে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

অবরোধের খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বোঝানোর চেষ্টা করেন। এ সময় তারা সড়ক না ছাড়ার ঘোষণা দেন। পরে পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
কারখানা শ্রমিক শিল্পী আক্তার বলেন, আমরা এপ্রিল ও মে মাসের বেতন পাব। কারখানা মালিক বারবার বেতনের তারিখ দিলেও পরিশোধ না করে গা-ঢাকা দিয়েছেন।
শ্রমিক সুমন মিয়া বলেন, বারবার তারিখ দিয়েও মালিকপক্ষ দুই মাসের বকেয়া বেতন দিচ্ছে না। সেনাবাহিনী কয়েকবার মালিককে কারখানায় এনে বেতন দেওয়ার তারিখ ঘোষণা করালেও নির্ধারিত তারিখে বেতন দেয়নি। সামনে ঈদ। বেতন-বোনাস না পেলে কী করব?

জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাভার থানা কমিটির সাধারণ সম্পাদক কবির হোসেন বলেন, ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস না দিলে তারা চলবে কীভাবে, ঈদ করবে কীভাবে? দুই মাসের বেতন পাবে শ্রমিকরা। কারখানা কর্তৃপক্ষের কাছে অনুরোধ থাকবে, তারা যেন দ্রুত শ্রমিকদের পাওনা টাকা পরিশোধ করেন।
বেতন পরিশোধের বিষয়ে জানতে কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহিদুল্লাহর সঙ্গে মোবইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছিলেন। আমরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করে ব্যর্থ হই। পরে পুলিশ বাধ্য হয়ে টিয়ার গ্যাসের শেল ছোড়ে ও জলকামান ব্যবহার করে অবরোধকারী শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

বসুন্ধরা পোশাক কারখানা কর্তৃপক্ষ গত ১৭ মে এক নোটিশে পরদিন ১৮ থেকে ৩১ মে পর্যন্ত কারখানা লে-অফ ঘোষণা করে। নোটিশে শ্রমিকদের এপ্রিল মাসের বকেয়া বেতন ২৫ মে পরিশোধ করা হবে বলে জানানো হয়। ওই দিন দুপুরে শ্রমিকরা বকেয়া বেতন নিতে কারখানায় আসেন। তবে কারখানার মালিকপক্ষ বা কর্মকর্তাদের কেউ না আসায় ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা বিকেল সাড়ে ৩টার দিকে কারখানাসংলগ্ন হেমায়েতপুর-সিংগাইর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে সাড়ে ৪টার দিকে পুলিশ ও সেনাসদস্যদের উপস্থিতিতে ২৯ তারিখ বকেয়া বেতন পরিশোধের সময় দেয় কারখানা কর্তৃপক্ষ। এর পরই মালিক মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা করছে ছাত্রদল : শিবির সেক্রেটারির

ডাকসুতে দায়িত্ব পালনকালে সাংবাদিকের মৃত্যু

ডাকসুর মধ‍্য দিয়ে ইলেকশনের ট্রেনে উঠলো বাংলাদেশ: উপদেষ্টা ফারুকী

নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে : এসএম ফরহাদ

টিএসসি কেন্দ্রে তিন ঘণ্টায় ভোট পড়েছে ৩৫ শতাংশ

সাংবাদিক-পর্যবেক্ষকদের ইউল্যাব স্কুলে ঢুকতে না দেওয়া অভিযোগ

নির্বাচন চলাকালে পোলিং অফিসারকে অব্যাহতি

ডাকসুতে জয়ের ব্যাপারে আমি আশাবাদী: সাদিক কায়েম

দুই ঘণ্টায় ২ কেন্দ্রে এক হাজারের বেশি ভোট পড়েছে

ভোটারকে আগে পূরণকৃত ব্যালট পেপার দিলেন পোলিং অফিসার

১০

পাইলসের পরিবর্তে পিত্তথলির অপারেশন

১১

ফের মহাসড়ক অবরোধ, দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকার যান চলাচল বন্ধ

১২

ভোট সুষ্ঠু হলে ফল যা-ই হোক মেনে নেব: ছাত্রদল সভাপতি

১৩

নিয়ম ভেঙে ভোট কেন্দ্রে ঢুকলেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল

১৪

হামাসের হামলায় ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫

ফ্রান্সের প্রধানমন্ত্রী পদচ্যুত

১৬

শুরু বহুল প্রতীক্ষিত ডাকসুর ভোটগ্রহণ

১৭

জেনে নিন ভিপি-জিএস প্রার্থীরা কে কোন কেন্দ্রে ভোট দেবেন

১৮

আগামীকাল বন্ধ থাকবে শাহবাগসহ যেসব সড়ক

১৯

অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৫৯ কর্মকর্তা

২০