ছয়বারের চেষ্টায় বিসিএস-এ সফল আরিফা - প্রজন্ম ২৪ বিডি
জাতীয়
৯ জুলাই ২০২৫, ৩:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ছয়বারের চেষ্টায় বিসিএস-এ সফল আরিফা

বাংলাদেশের প্রেক্ষাপটে বিসিএস মানেই অসাধ্যকে সাধন করা। অনেকেই এর পেছনে ছুটেও সফল হতে পারেন না। তবে সংসার সামলে সেই অসাধ্যকে সাধন করে নিয়েয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) গণিত বিভাগের ২০১০-১১ সেশনের শিক্ষার্থী আরিফা সুলতানা। তিনি ৪৪তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

এ দীর্ঘ যাত্রায় অনুপ্রেরণা হিসেবে সাথে ছিল তার পরিবার। আরিফা সুলতানার শ্বশুর বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার কৃষ্ণপুর গ্রামে। তিনি ২০০৭ সালে যশোর মণিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ ৪.১৯ ও মণিরামপুর মহিলা ডিগ্রি কলেজ থেকে ২০১০ সালে জিপিএ ৪.৬০ পেয়ে এইচএসসি পাস করেন। এরপর ২০১০-১১ সেশনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে ভর্তি হয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

নিজের সাফল্যের অনুভূতি জানিয়ে আরিফা সুলতানা বলেন, আল্লাহর রহমত আর শুভাকাঙ্ক্ষীদের শুভকামনায় আমার আজকের এই সফলতা। আমার পরিবারের জন্য এটা খুব আনন্দের বিষয়। রেজাল্ট দেখে বিশ্বাস করতে পারছিলাম না। এই অনুভূতি ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না।

মায়ের অনুপ্রেরণা এবং স্বামীর নিশ্চিন্ত আশ্বাসেই যেন বিসিএস ক্যাডার হয়েছেন আরিফা সুলতনা। তিনি বলেন, আমার মা অত্যন্ত মেধাবী হওয়া সত্ত্বেও নানা প্রতিকূলতার কারণে পড়াশোনা বেশিদূর করতে পারেননি। সেই স্পৃহা মা আমাদের ছয় ভাইবোনের মধ্যে জাগিয়ে রেখেছেন। মা-ই অনুপ্রেরণার ভিত্তি আমাদের। বিয়ের পরে আমার স্বামী এবং শ্বশুরবাড়ির আত্মীয়দের পেয়েছি আমার লড়াইয়ে সমর্থক হিসেবে। বিশেষ করে আমার স্বামী প্রায়ই বলতেন ‘তুমি তোমার মতো এগিয়ে যাও। আমি অপেক্ষা করছি।’ এই আশ্বাসই আমাকে নিশ্চিন্ত রাখতো।

আরিফার স্বামী রবিউল ইসলাম বলেন, আমার স্ত্রী একজন অধ্যাবসয়ী নারী। আমার থেকে আমার পরিবার বেশি সাপোর্ট করেছে তাকে। আমি শুধু ওর হতাশার সময়গুলোতে পাশে থেকেছি। তার সাফল্যে আমি আনন্দিত।

বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখিয়েছিলো আরিফার ভাই। তিনি বলেন, বিসিএস ক্যাডার হওয়া আমার স্বপ্ন ছিল না। এর মূলে ছিল আমার ভাই। ভাই এর পরামর্শে প্রথম বিসিএসের প্রস্তুতি নেয়া শুরু করি। আব্বা প্রাইমারি স্কুলে শিক্ষকতা করে পেয়েছে মানুষের সম্মান আর ভালোবাসা। আমরাও প্রত্যেকে আব্বার মতো সম্মানিত হতে চেয়েছি।

আরিফার বড় ভাই খুলনা পাবলিক কলেজের সহকারী অধ্যাপক তাকদীরুল গনী বলেন, ভালো কিছু করতে হলে সময় প্রয়োজন। এজন্য এইচএসসির সময় থেকেই তাকে সাহস দিয়েছি। পরিবারের আগ্রহ ছিল সে ভালো কিছু একটা করুক। আর তার এই সাফল্যে  সহযোগিতা করেছে এক্সট্রা কারিক্যুলাম এক্টিভিটিস।

সংসার সামলে প্রতিদিন পড়াশোনা করেছেন আরিফা। বন্ধ ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম। প্রস্তুতি নেওয়ার বিষয়ে তিনি বলেন, সিলেবাস আর বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করে টপিক ধরে বই পড়ে শেষ করেছি। অল্প অল্প টার্গেটে। তারপর ওই টপিকটা ডাইজেস্ট থেকে পড়েছি। যা নতুন তা মার্ক করেছি এবং টপিক শেষ হলে মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই করেছি। দুর্বলতা থাকলে আবার একইভাবে পড়ার চেষ্টা করেছি। আট বছরের সংসার আর প্রায় পাঁচ বছরের সন্তান সামলে বিসিএসের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হওয়া সহজ ছিল না। পরিবারের সবার সমর্থনই সফলতায় পৌঁছাতে সহযোগিতা করেছে। আর আমি নিয়মিত পড়াশোনা করেছি।

টানা পাঁচবার ব্যর্থ হলেও হাল ছাড়েননি আরিফা সুলতানা। তিনি বলেন, আমি ৩৭তম থেকে ৪৪তম বিসিএসে মোট ছয়টি বিসিএস দিয়েছি। পরপর তিনটি বিসিএসে প্রিলি ফেল। ৪র্থ বিসিএস অর্থাৎ ৪১ তম বিসিএসে নন ক্যাডারে আছি। আবার ৪৩তম প্রিলি ফেল। সর্বশেষ ৪৪তম বিসিএসে অর্থাৎ ৬ষ্ঠবারে কাঙ্ক্ষিত সফলতা পেয়েছি।

যারা বিসিএস ক্যাডার হতে চায় তাদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু লক্ষ্য স্থির করলে চলবে না প্রচেষ্টাও চালিয়ে যেতে হবে। অজুহাত না খুঁজে, নিজ হাতে অজুহাতকে দূরে সরাতে হবে। যেহেতু বিসিএস জার্নি বেশ দীর্ঘমেয়াদি আপনাকে বিকল্পভাবে হলেও অর্থনৈতিকভাবে একটু স্বচ্ছলতা নিশ্চিত করতে হবে। স্বচ্ছলতা হয়তো সফলতা নিয়ে আসে না কিন্তু স্বাচ্ছন্দ্য নিয়ে আসবে যা আপনার মানসিক শক্তি যোগাবে। আপনি আত্মবিশ্বাসী হয়ে আরও ভালো করার প্রয়াস পাবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত

ফের অবরুদ্ধ দুই উপদেষ্টা ও প্রেস সচিব

২৪ তারিখের পরীক্ষাও স্থগিত

বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা ৩১ পৌঁছেছে : আইএসপিআর

জানাজা শেষে পাইলট তৌকিরের মরদেহ রাজশাহীর পথে

আহতদের চিকিৎসায় জামায়াতের ৫০ লাখ টাকা ও ২০ সার্জন নিযুক্ত

বার্ন ইনস্টিটিউটের সামনে উপচে পড়া ভিড়

আহতদের চিকিৎসায় সিঙ্গাপুরের মেডিকেল টিম

মেহেরীন চৌধুরী প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাতিজি

মাইলস্টোন ট্রাজেডিতে শোক কর্মসূচি ক্রীড়া সংগঠনগুলোর

১০

৬ দফা দাবিতে উত্তাল মাইলস্টোন

১১

মাইলস্টোনে গিয়ে তোপের মুখে আইন উপদেষ্টা

১২

রাজশাহীতে চিরনিদ্রায় শায়িত হবেন তৌকির

১৩

নিহতদের সম্মানে দুপুরের পর বন্ধ থাকবে হাইকোর্টের বিচারকাজ

১৪

বিমান দুর্ঘটনায় ব্রিটিশ মন্ত্রীর শোক প্রকাশ

১৫

আহতদের বিনামূল্যে চিকিৎসা দেবে সরকার: স্বাস্থ্য উপদেষ্টার

১৬

বিয়ের বছর না ঘুরতেই চলে গেলেন পাইলট তৌকির

১৭

বিমান বিধ্বস্তের ঘটনায় জাতিসংঘের সমবেদনা

১৮

পরিবারের কাছে হস্তান্তর ৮ মরদেহ

১৯

হতাহতের সংখ্যা গোপনের দাবি সঠিক নয় : প্রেস উইং

২০