‘ভোট ডাকাতির চেষ্টা করলে হাত অবশ করে দেওয়া হবে’ - প্রজন্ম ২৪ বিডি
স্টাফ রিপোর্টার
৮ জুন ২০২৫, ১:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘ভোট ডাকাতির চেষ্টা করলে হাত অবশ করে দেওয়া হবে’

মৌলভীবাজারের কুলাউড়ায় বিশিষ্টজনদের সঙ্গে কুশল বিনিময় করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদ এখনো বাংলাদেশে টিকে আছে। আমরা এটা মেনে নেবো না। কেউ আগামী নির্বাচনে ভোট ডাকাতির চেষ্টা করলে তার হাত অবশ করে দেওয়া হবে।

দেশে সাম্য ও ন্যায়ের ভিত্তিতে বৈষম্যহীন সমাজ গঠনের আহ্বান জানিয়ে তিনি বলেন, অতীতে অনেকে সোনার বাংলার স্বপ্ন দেখিয়ে দেশকে শ্মশানে পরিণত করেছে। সেই ভুল আর করতে দেওয়া যাবে না। মানুষের চাওয়া হলো সমাজের পরিবর্তন। তাই সব ইসলামী শক্তিকে এক হয়ে কাজ করতে হবে। তবে শয়তানের বিভেদ সৃষ্টির প্রচেষ্টা থেকেও সতর্ক থাকতে হবে।

শনিবার (৭ জুন) ঈদের দিন সন্ধ্যায় মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা হলরুমে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, জাতিকে সঠিক পথে পরিচালনার সক্ষমতা যাদের রয়েছে, তারা হলেন আলেম-ওলামা। আমি তাদের গভীর শ্রদ্ধা করি। আলেমদের হাতে যদি দেশের নেতৃত্ব থাকে তবে বাংলাদেশ একটি সুন্দর ও কল্যাণময় রাষ্ট্রে পরিণত হবে। ধর্মীয় ও নৈতিক নেতৃত্ব ছাড়া কোনো সমাজের স্থায়ী উন্নয়ন সম্ভব নয়। যিনি মেহরাবে দাঁড়িয়ে নামাজের ইমামতি করেন, তিনিই সমাজে নেতৃত্ব দানের উপযুক্ত ব্যক্তি। কারণ তার মধ্যেই রয়েছে সমাজকে সত্য ও ন্যায়ের পথে পরিচালনার মূল যোগ্যতা।

এ প্রসঙ্গে জামায়াতের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর আদর্শ ও নেতৃত্বের প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, শহীদ মাওলানা নিজামীর নেতৃত্ব ও আদর্শ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তার হাতে যেসব খাতে দায়িত্ব ছিলো, সেখানে তিনি নতুন প্রাণ সঞ্চার করেছিলেন। মাত্র সাড়ে তিন বছরে তিনি ৩৭টি বন্ধ শিল্প প্রতিষ্ঠান পুনরায় চালু করে সফলভাবে পরিচালনা করেন। যদি দেশের ৪১টি মন্ত্রণালয় যোগ্য ও নীতিবান আলেমদের হাতে আসে তবে ইনশাআল্লাহ বাংলাদেশ ঘুরে দাঁড়াবে।

আলোচনা শেষে তিনি স্থানীয় বিশিষ্টজনদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আগামীর কুলাউড়ার উন্নয়ন নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও সাবেক জেলা আমির মো. আব্দুল মান্নান, জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, জেলা সেক্রেটারি মো. ইয়ামির আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, বিশিষ্ট শিক্ষাবিদ মো. মহিবুর রহমান, সাবেক উপজেলা আমির খন্দকার আব্দুস সোবহান ও আব্দুল হামিদ খান, উপজেলা সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী, উপজেলা শূরা সদস্য রাজানুর রহিম ইফতেখার, সাবেক ছাত্রনেতা ড. আব্দুল ওয়াদুদ টিপু ও শেলুর রহমান, জেলা ছাত্রশিবির সভাপতি মো. নিজাম উদ্দিন, উপজেলা সভাপতি আতিকুর রহমান তারেক, প্রভাষক জহিরুল ইসলাম সরকার প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হতাহতের সংখ্যা গোপনের দাবি সঠিক নয় : প্রেস উইং

ভারি বৃষ্টির পূর্বাভাস

উত্তরায় বিমান বিধ্বস্ত: রাষ্ট্রীয় শোক আজ

বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ২৭, চিকিৎসাধীন ৭৮

এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত আজ

ঢাকাবাসীকে এগিয়ে আসার আহ্বান শিবির সভাপতির

মৃতের সংখ্যা বেড়ে ১৯ জনে পৌঁছেছে

বিমান বিধ্বস্ত ঘটনায় রাষ্ট্রীয় শোক ঘোষণা

শিশু জুনায়েতের অভিভাবকের খোঁজে ফেসবুকে পোস্ট

সহযোগিতার আহ্বান জামায়াত আমিরের

১০

বিমান বিধ্বস্তে শোক প্রকাশ প্রধান উপদেষ্টার

১১

মাইলস্টোন ক্যাম্পাসে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমান, নিহত ১

১২

চাঁদাবাজি জন্য ইলিশের দাম বাড়তি : মৎস্য উপদেষ্টা

১৩

আর মাত্র ১০ দিন, দলগুলোকে তাগাদা আলী রীয়াজের

১৪

আনিসুল-সালমানসহ নতুন মামলায় গ্রেপ্তার ৭

১৫

এবার ইশরাককে যে বার্তা দিলেন সারসিজ

১৬

‘জুলাই যোদ্ধাদের জন্য থাকছে না ফ্ল্যাট কিংবা কোটা’

১৭

গোপালগঞ্জে নিহত ৩ জনের মরদেহ উত্তোলনের নির্দেশ

১৮

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত ১

১৯

তিস্তার পানিতে তলিয়ে গেছে ফসলের ক্ষেত

২০