মিয়ানমারকে হারিয়ে এএফসি নারী এশিয়ান কাপের নাম লেখানোর পথ চওড়া করল বাংলাদেশ। ‘সি’ গ্রুপের ম্যাচে আজ বাংলাদেশ জিতেছে ২-১ গোলে। ম্যাচের দুই অর্ধে হয়েছে বাংলাদেশের গোল দুটি। দুটি গোলই করেছেন ঋতুপর্ণা চাকমা।
প্রথমার্ধে ফ্রি-কিক থেকে ফিরে আসা বল দূরের পোস্ট দিয়ে জালে পাঠান বাংলাদেশি উইঙ্গার। বিরতির পর বক্সের বাইরে থেকে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে দারুণ এক গোল করে স্কোরলাইন ২-০ করেন গত সাফ চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা। এ নিয়ে দুই ম্যাচে তিন গোল করলেন ঋতুপর্ণা চাকমা। ম্যাচের শেষদিকে বদলি হিসেবে নামা উইন উইনের গোলে ব্যবধান ২-১ করে স্বাগতিক মিয়ানমার। দুই ম্যাচে টানা দ্বিতীয় জয়ে গ্রুপের শীর্ষে আছে বাংলাদেশ। শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে খেলবে পিটার বাটলারের দল।
আজ বাহরাইন ও তুর্কমেনিস্তান ম্যাচ ড্র হলে আজই বাংলাদেশের এশিয়া কাপ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হবে। বাহরাইন জিতলেও বাংলাদেশের এশিয়া কাপ আজ নিশ্চিত হবে। কারণ বাহরাইন পরের ম্যাচে মিয়ানমারকে হারালে ৬ পয়েন্ট হবে। তুর্কমেনিস্তানের কাছে হারলেও বাহরাইনকে হারানোয় হেড টু হেড বিবেচনায় বাংলাদেশ গ্রুপ সেরা।
মন্তব্য করুন