একাধিক চমক রেখে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা - প্রজন্ম ২৪ বিডি
Abdullah al Masum
৪ জুলাই ২০২৫, ৮:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

একাধিক চমক রেখে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে আবারও জায়গা করে নিয়েছেন ওপেনার মোহাম্মদ নাঈম এবং পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তবে ব্যর্থতার দায়ে বাদ পড়েছেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

টি-টোয়েন্টি ব্যাটিং লাইনআপে দীর্ঘদিন ধরে বাজে পারফরম্যান্সের কারণে বছরের শুরুতেই অধিনায়কত্ব ছেড়েছিলেন নাজমুল। তার জায়গায় নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয় লিটন দাসকে, যিনি বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকবেন। নাজমুলের শেষ ১৯ ইনিংসে নেই কোনো ফিফটি, এবার দল থেকেও ছিটকে পড়লেন তিনি।

এ ছাড়া দলে রাখা হয়নি সৌম্য সরকার, তানভীর ইসলাম ও হাসান মাহমুদকে। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন নাঈম ও সাইফউদ্দিন, সঙ্গে চোট কাটিয়ে ফেরা মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদও ফিরেছেন স্কোয়াডে। অবশ্য তাসকিনকে সব ম্যাচ খেলানো হবে না। স্পিন আক্রমণে থাকছেন নাসুম আহমেদ ও পেসার শরীফুল ইসলাম।

২০২২ সালের আগস্টে আফগানিস্তানের বিপক্ষে শেষবার টি-টোয়েন্টি খেলেছিলেন নাঈম। দীর্ঘ বিরতির পর আবারও জাতীয় দলে ডাক পেলেন তিনি। ইতিমধ্যে ওয়ানডে স্কোয়াডেও আছেন এই বাঁহাতি ওপেনার। অন্যদিকে, সাইফউদ্দিন সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন ২০২৪ সালের মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে।

বাংলাদেশ দলে নাঈম-সাইফউদ্দিনের প্রত্যাবর্তন নিঃসন্দেহে টিম ম্যানেজমেন্টের আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চাওয়ার ইঙ্গিত। বিশ্বকাপের আগে সম্ভাব্য কম্বিনেশন পরীক্ষা করে দেখতে এ সিরিজে বিশেষ নজর থাকবে এই দুই ক্রিকেটারের পারফরম্যান্সের ওপর।

বাংলাদেশ স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন।

দলে ফিরলেন: মোহাম্মদ নাঈম শেখ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ।

বাদ পড়লেন: সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তানভির ইসলাম, হাসান মাহমুদ।

উল্লেখ্য,ওয়ানডে সিরিজ শেষ করে আগামী ১০ জুলাই থেকে শুরু হবে কুড়ি ওভারের লড়াই। সেদিন পাল্লেকেলেতে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ডাম্বুলা এবং কলম্বোতে। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সেনাপ্রধানের বার্তা

সারাদেশে সেনা মোতায়েন

সালাহউদ্দিনকে নিয়ে কটূক্তি, বিএনপির তীব্র নিন্দা

এনসিপির দুই নেতার পদত্যাগ

ঢাবিতে ছাত্রলীগের ১২৮ জন বহিষ্কার

চিত্রশিল্পী হামিদুজ্জামান খান আর নেই

সহনশীল হন, নইলে বিপদ : রাশেদ খাঁন

ঋণের চাপে আত্মহত্যা করলেন যুবক

চলতি মাসেই জাতীয় সনদ চূড়ান্ত হবে : আলী রীয়াজ

হাসিনাকে মানবজাতির কলঙ্ক বললেন মির্জা ফখরুল

১০

নাসীরুদ্দীনের বক্তব্য নিয়ে রাশেদের স্ট্যাটাস    

১১

সেপ্টেম্বরের মধ্যে ডাকসু নির্বাচন

১২

২০ বছর কোমায় থাকার পর সৌদি প্রিন্সের মৃত্যু

১৩

ব্রিটেনে সম্পত্তির মালিকানা ছাড়ছেন হাসিনা-ঘনিষ্ঠরা

১৪

সাবেক মন্ত্রী-আমলাসহ ৩৯ আসামি ট্রাইব্যুনালে

১৫

ড. ইউনূসকে কৃতজ্ঞতা জানালেন জামায়াত আমির

১৬

ভারতে ২৮ বাংলাদেশিকে ২ বছর কারাদণ্ড

১৭

খাতা অন্যকে দিয়ে মূল্যায়ন করালে ২ বছর জেল : ঢাকা বোর্ড

১৮

রাজনৈতিক দলের কাছে আত্মসমর্পণ করেছে সরকার : ড. ইফতেখারুজ্জামান

১৯

আজকের আবহাওয়া

২০