দেশ পরিচালনার জন্য উন্নত চিকিৎসক না এনে ভালো মানের কিছু উপদেষ্টা আনার জোর দাবি জানাচ্ছি—বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে এই তীব্র মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান।
গত ২১ জুলাই রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর একটি FT-7 BGI যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। এই দুর্ঘটনায় নির্মমভাবে নিহত হন পাইলট তৌকির। এছাড়া স্কুলের শিক্ষিকা মাহেরীন চৌধুরী ২০ জন শিশুশিক্ষার্থীকে জীবন বিপন্ন করে আগুন থেকে উদ্ধার করলেও, নিজেই গুরুতরভাবে দগ্ধ হয়ে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেন।
এই নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ডা. খালিদুজ্জামান বলেন, এ ঘটনায় শুধু একজন পাইলট, শিক্ষিকা এবং শিক্ষার্থীদেরই মৃত্যু হয়নি—মারা গেছে রাষ্ট্রের বোধ, মানবিকতা, আর দূরদর্শী নেতৃত্বের অভাব। এটা কোনো সাধারণ দুর্ঘটনা নয়। এটা আমাদের ব্যর্থতার প্রতিচ্ছবি।
তিনি আরও বলেন, দুঃখজনক হলেও সত্য—এখন যারা দেশ চালাচ্ছেন, তাদের কোনো পরামর্শক নেই, যিনি সংকটে মানবিক, কৌশলগত ও বাস্তব সিদ্ধান্ত নিতে পারেন। উন্নত চিকিৎসক বা প্রযুক্তির দিকে দৌড়ানোর আগে রাষ্ট্র পরিচালনায় কিছু ‘সঠিক মানের উপদেষ্টা’ নিয়োগ দেওয়া দরকার, যারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত দিতে পারেন। না হলে ভবিষ্যত আরও অন্ধকার।
ডা. খালিদুজ্জামান রাষ্ট্রের প্রতি আহ্বান জানান- সাহস, নেতৃত্ব ও মূল্যবোধহীন রাজনীতিকে বদলাতে হবে। উন্নয়নের নামে বাহ্যিক চাকচিক্য নয়। এখন সময় মানবিক মূল্যবোধ ও দক্ষ পরামর্শক দিয়ে রাষ্ট্র পরিচালনার।
মন্তব্য করুন